দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পারুলিয়ার বীরমুক্তিযোদ্ধা বাদেল গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধার বাসভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল এ গার্ড অব অনার প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলীসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা বাদল গাজী উপজেলার সেকেন্দারা গ্রামের বাসিন্দা। গত রবিবার ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান। এসময় তার বয়স হয় ৮৪ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে মেয়েসহ অসংখ্যা আত্নীয়স্বজন রেখে পরপারে পাড়ি দেন।
গার্ড অব অনার প্রদান শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]