দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস উদযাপিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সমবেত হয়। পরে দিবসটির আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহীনা সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা কলেজের প্রভাষক আবু তালেব মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সদস্য সাইফুল্লাহ আল তারিক সহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগন। আলোচনা সভা শেষে ৫ জন জয়িতা নারীকে সম্মননা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]