দেবহাটা প্রতিনিধি: শীতের ভোরে কুয়াশার চাদর মোড়ানো সকালে মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে হলুদের সমারোহ। বর্তমানে অধিকাংশ মাঠ দখলে নিয়েছে সরিষা। আর তাই কুয়াশায় ভেজা হলুদ ফুল দুলছে মাঠে মাঠে। শীতের রাতে কুয়াশায় ভেজা সরিষার গাছ রোদে যেন ঝিকিমিকি করছে। সব মিলে সৃষ্টি হয়েছে মনোরম পরিবেশ। উপজেলার প্রায় প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধানো বর্ণিল সমারোহ।
এবছর যা আবাদ হয়েছে তাতে সরিষা চাষে লক্ষ মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি সঠিক দাম পাওয়ার আশায় বুক বেধেছে এলাকার কৃৃষকরা।
তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে ২১ হাজার ৭৬৭ দশমিক ২ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এছাড়া ২৮ হাজার ৯৫০ মে. টন উৎপাদন এবং হেক্টর প্রতি (১.৩৩) এক দশমিক তেত্রিশ মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাতক্ষীরার ৭টি উপজেলায় উপজেলার মধ্যে দেবহাটা উপজেলায় ১৫০০ হেক্টর জমিতে আবাদ করেছে কৃষক। যা থেকে উৎপাদন ১৯৯৫ মে. টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সরিষা চাষি রজব আলী জানান, বিগত বছরের তুলনায় ফলন বেশি হওয়ার আশঙ্কা করছি। বর্তমান বাজারে তেলের দাম বাড়তি হওয়ায় সরিষা চাষ করে লাভের আশা করছেন তিনি।
দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, বিগত বছরের ১০৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। সেখানে এবছর ১১ শ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষক ভালো ফলন পাওয়ায় এবছর চাষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলন ভালো হলে কৃষক লাভবান হবে। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]