দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার (৮ জুন) সকাল ১০ উপজেলা ভূমি অফিস থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভ‚মি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী শেখ মোয়াজ্জেম হোসেন, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, পারুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান খান চৌধুরী, কুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা কান্তি লাল সরকার, দেবহাটা সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।
নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা প্রতুল কুমার জোয়াদ্দার, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী, কম্পিউটার অপরেটর বাপ্পা ঘোষ, মিউটেশন সহকারী অমিত কুমার বর, অফিস সহায়ক শেখ মোর্শেদ হোসেন, চেইনম্যান বেলাল হোসেন, অফিস সহায়ক আরমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন।
এসময় ভূমি আইন ও সেবা সম্পর্কে সাধারন মানুষকে পরামর্শ প্রদান করা হয়। এ মেলা আগামী ১৪ জুন পর্যন্ত চলবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]