দেবহাটা সদর ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ( ১১ সেপ্টেম্বর) দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান বাবলু, জাহানারা বেগম, মাধবী মন্ডল, রেহানা পারভীন, চর শ্রীপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন, মোঃ আব্দুল মুকুল, কৃষি অফিসের কর্মকর্তাগণ, ইউনিয়নের ইমামগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন।
বেসরকারি সংস্থা গেইন (Gain) এর পরিচালক নিহার কুমার প্রামাণিক অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক বিভিন্ন আলোচনা করেন। পুষ্টির অভাবে মায়েদের যেসকল অসুবিধা হয়, সন্তানের কি কি অসুবিধা হতে পারে, সন্তানরা যাতে ভালো থাকে সে বিষয়ে বিষদ আলোচনা করেন।
অনুষ্ঠানে ৫০ জন বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ২১ সদস্য বিশিষ্ট একটি পুষ্টি কমিটি গঠন করা হয়।
উপজেলা কৃষি অফিস এবং একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]