দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি ৪৫৭৬ টি শিশুর মাঝে কম্বল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের উদ্যোগ উপজেলার ৫টি ইউনিয়নে এ কম্বল প্রদান করা হয়।
দেবহাটা ফুটবল মাঠে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলু খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ ঘোষ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আজকের এই শীতের সময় যে শিশুদের হাতে কম্বল তুলে দিচ্ছে তা একটি ভালো বিষয়। তাদের এই ভাল কাজের প্রশংসা করি এবং সময় উপযোগী এমন উদ্যোগ হাতে নেওয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]