দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।
দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে তারুণ্যের উৎসব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধিগন।
এদিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগন।
এসময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]