দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর মোড়ে অবস্থিত বীনা কৃষি ভান্ডারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি দপ্তরের কর্মকর্তারা। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল এ অভিযান পরিচালনা করেন।
এসময় মেয়াদ উত্তীর্ণ তিন কাঠুন বায়োভিট সার জব্দ করা হয়। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারতে পারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিসিআইসি সার ডিলার বীনা কৃষি ভান্ডারে অভিযান চালানো হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ বায়োভিট সার জব্দ করা হয়। যা আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। একই সাথে গোডাউনে কোন ভাবে মেয়াদ উত্তীর্ণ কোন সার বা কিটনাশক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]