দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের আওয়াতায় সফলতা ও সম্ভবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবীদ এসএম ফেরদৌস। প্রকল্পের প্রোগ্রাম অফিসার গোলাম মোহাম্মদ মশিউর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকৌশলী দ্যুতি বিশ্বাস, মেরিন ফিসারিজ সাজ্জাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবীদ ইকবাল হোসেন, স্থানীয় কৃষক আমিরুল ইসলাম, মোনাজাত আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.সাজেদুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আহম্মেদ তাহমির সিদ্দিকী, সমবায় অফিসার মনোজিত মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্পের উপজেলা ম্যানেজার নাজমুল বাসার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মশিউর রহমান, জামাল হুসাইন, আসুরা খাতুন সহ চাষিরা।
কর্মশালায় প্রকল্পটির বিভিন্ন সফলতা তুলে ধরা হয়। পাশাপাশি উপজেলার ৭টি মরা খাল খনন করার ফলে ওই এলাকায় ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি গঠন করে জলাবদ্ধতা নিরাসন, চাষের জন্য পানি সরবাহ, মৎস্যঘেরে পানি প্রবাহ চলমান হয়েছে বলে জানানো হয়। এর ফলে ওই সকল এলাকায় মৎস্যঘেরে মাছে সাথে ভেড়িতে বিভিন্ন সবজির আবাদ বেড়েছে। যার ফলে কৃষক বিগত দিনের তুলনায় অধিক লাভবান হচ্ছেন। বিশেষ করে মৎস্য ঘেরে সিজন তরমুজ, মিষ্টি কুমড়া, শিম, লাউ ব্যাপক হারে আবাদ হচ্ছে। আগামী দিনে এসব এলাকায় চাষের সম্ভবনা ও কৌশল সম্পকে অবহিত করা হয় কর্মশালায়।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ “সফল ফর আইডব্লিউআরএম” এর মত যুগউপযুগি প্রকল্পের মাধ্যমে কৃষিতে পিছিয়েপাড়া উপকূলীয় লবণাক্ত দেবহাটা উপজেলায় কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পূণঃখনন সহ বিভিন্ন ট্রেনিং, সেশন ও জলবায়ু সহিষ্ণু নতুন নতুন জাতের মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]