নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় সিভিএ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১১ টায় আস্কারপুর কমিউনিটি ক্লিনিকে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন(সিভিএ) গ্রুপ মেম্বারদের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল পলের সঞ্চালনায় নওয়াপাড়া ইউপি সদস্য শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিএ সদস্য সালাউদ্দিন, সিএসও সদস্য শরিফুল ইসলাম, আলহাজ্ব আলীম বকস, ইউনিয়ান ফ্যাসিলিটেটর রেহানা ইয়াসমিন, কমিউনিটি প্রমোটার ফারজানা ইয়াসমিন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সেবা দানকারী প্রতিষ্ঠান প্রতিনিধি , স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি, সিভিল সোসাইটি অর্গনাইজেশন(সিএসও) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া মনিটরিং ফলোআপ মিটিং এর মাধ্যমে দেবহাটার পাঁচটি ইউনিয়নে ৮ টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে নওয়াপাড়া ইউনিয়নে আস্কারপুর কমিউনিটি ক্লিনিকের অগ্ৰগতি গুলো চমৎকার ভাবে প্রতিফলিত হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]