দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নে সিভিএ বাস্তবায়নের উদ্দেশ্যে প্রারম্ভিব সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগীতায় সদর ইউনিয় পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চলনায় উপস্থিত থেকে বক্তব্য দেন ইউপি সচিব খালিদ হাসান খান, প্যানেল চেয়ারম্যান মাধবী মন্ডল, ইউপি সদস্য আব্দুল জলিল, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, রাইট টু গ্রো প্রজেক্টের ইউএফ সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় কমিউনিটি এবং সাপোর্ট গ্রুপ, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও), পাঁচ বছরের নিচের শিশুর মা-বাবা, স্থানীয় উদ্দ্যোক্তা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১০ সদস্য বিশিষ্ট সিভিএ কমিটি গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]