দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সমৃদ্ধকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩১ জুলাই) বেলা ১২টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সভায় আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।
এতে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর আব্দুল্যাহ গাজী, নওয়াপাড়া ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, ফতেমা রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, ইউপি সদস্য আসমাতুল্যাহ গাজী, নুরুজ্জামান সরদার, মোনায়েম হোসেন, আজগর আলী, প্রকল্প সমন্বয়কারি ডা. জিএম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, আল-আমিন, শেফালী পারভীন, রবিউল ইসলাম ও ফজলুর হক সহ নওয়াপাড়া ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]