দেবহাটা প্রতিনিধি: ইউনিয়ন এবং কমিউনিটি ক্লিনিক স্থরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিষেবা প্রদানকারীদের জন্য স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৪ থেকে ৬ নভেম্বর এ প্রশিক্ষণ বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উদ্বোধন ও সমাপনি করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাঁধন, পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা ডাঃ পলাশ দত্ত, এ্যামেরিকেয়াস্ ফাউন্ডেশন ইনক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল আহসান।
এতে সভাপতিত্ব করেন আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আবদুল্লাহ আল আজাদ। প্রশিক্ষণটিতে ইউনিয়ন এবং কমিউনিটি ক্লিনিক স্থরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিষেবা প্রদানকারীগন অংশ নেন।
অন্যান্যদের মধ্যে প্রকল্প সমন্বয়কারি ডা. জি এম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]