দেবহাটা প্রতিনিধি: দেবহাটার মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ৫টি সংগঠনের মাঝে ১ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে নারী উন্নয়ন পরিষদ, নারীকন্ঠ উন্নয়ন সংস্থা, কর্মমূখি নারী উন্নয়ন সংস্থাকে ৪০ হাজার টাকা হারে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়া টাউনশ্রীপুর পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থা ও সতদল নারী উন্নয়ন সংস্থা ২৫ হাজার টাকা হারে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]