দেবহাটা প্রতিনিধি : দেবহাটা আগামী ১৬ ডিসেম্বর বিজয় মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, শিক্ষা অফিসার ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্বল সহ সংশ্লিষ্ট সদস্যরা। এসময় সীদ্ধান্ত হয়ে আগামী ১৬ ডিসেম্বর দেবহাটা ফুটবল মাঠে বিজয় মেলা উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হবে।
যার মধ্যে স্থানীয় ঐতিহ্য, ক্ষুদ্র ও কুঠির শিল্প, হস্তশিল্প, বাঁশ-বেতের কাজ, রুলি বালা (ইমিটেশন), পিতল-কাশা শিল্প, মৎস্য, কৃষি শিল্পের বিভিন্ন প্রদর্শনী ও বিক্রি স্টল। যেখান থেকে সহজে বিভিন্ন জিনিসপত্র ক্রয় ও প্রদর্শনী দেখার সুযোগ থাকবে। দিনব্যাপী এ মেলা সর্বস্থরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]