অবশেষে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে স্বচ্ছতার ভিত্তিতে স্বতস্ফুর্ত ভাবে গড়ে উঠলো দেবহাটা থানার আজিজপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ।
মসজিদটি প্রতিষ্ঠা করতে এলাকার ধনী-গরীব প্রত্যেকে যে যার সমর্থ নিয়ে এগিয়ে এসেছে।
এলাকার আলহাজ্ব মোঃ মোবারক আলী গাজী বলেন, ‘আল্লাহ আমাকে অনেক দিয়েছে। হজ করে এসেছি, এবার আল্লাহর ওয়াস্তে গ্রামের মানুষের আকাঙ্ক্ষার কথা ভেবে আমি ২৪ শতক জমি মসজিদে নামে দান করলাম। মানুষ যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে। মসজিদ নিয়ে যেন মানুষের কোন আক্ষেপ না থাকে।’
অপরদিকে হাবিবুর ময়না গাজী জানান, ‘আমি ব্যবসা করি, আল্লাহ আমাকে সুস্থ ব্যবসা করার তৌফিক দান করেছেন। এলাকার মানুষ যেন সুন্দর ভাবে নামাজ আদায় করতে পারে, তার জন্য আমি জনগনের খেদমত করতে সদা প্রস্তুত। আমি আমার এক ছেলেকে মাদ্রাসায় পড়াতাম। আল্লাহ তাকে অকালে তুলে নিয়েছে। ইচ্ছে ছিল এলাকায় মসজিদে আমার ছেলেকে ইমামতি করাবো। আল্লাহ আমার সেই ইচ্ছা পূর্ণ না করলেও এলাকার মানুষের জন্য আমি মসজিদে আমার সাধ্যমত দান করব।’
নির্মাণাধীন মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখা যায় গ্রামের গরিব ধনী সবাই যে যার মতো করে সাধ্যমত এগিয়ে এসেছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে মসজিদের নির্মাণ কাজ। শুধু তাদের একটাই কামনা আল্লাহ যেন তাদের এই মসজিদ টাকে কবুল করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]