দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ে মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ), স্লিপ প্রণয়ন কমিটি ও সামাজিক নিরীক্ষা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুনীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেখ ইদ্রিস আলী, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না। স্বাগত বক্তব্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ-আল-তারিক। সহকারী শিক্ষক মো. এবরান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য নজরুল ইসলাম, সমাজসেবক আনোয়ারুল ইসলাম, সাবেক এস.এম.সি সভাপতি হারুন-অর-রশিদ, সমাজসেবক সৈয়দ আকবর আলি, সহকারী শিক্ষক আলী ফরহাদ। এদিকে স্থানীয় শিক্ষানুরাগী স্বপন কুমার ঘোষ (পঞ্চ) ও মো. আক্তারুজ্জামান সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ও সর্বোচ্চ হাজিরার জন্য (বালক-বালিকা) পুরস্কার প্রদান করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের ইমাম মো. রবিউল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]