দেবহাটা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভুঁইয়ার সাতক্ষীরা পরিদর্শনে দুইদিনের সফরের আজ শেষদিনে (১২অক্টোবর), দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দেবহাটার বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ৪টি প্রস্তাবনা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব ও দরদির কার্যনির্বাহী উপদেষ্টা মো: আবুল হাসান, দরদির যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা মো: রিয়াজুল ইসলাম (হাসা), দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, দরদির প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, দরদির আজীবন সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবাদুল ইসলাম, দরদির উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় উপদেষ্টা মো: আবুল কালাম। উপস্থিত ছিলেন দরদির গণযোগাযোগ বিষয়ক উপদেষ্টা ও দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম এবং দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা।
পাশাপাশি উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ মো: ইদ্রিসুর রহমান, দরদির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কাদের মহিউদ্দিন এবং নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো: আব্দুল্লাহ।
যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে স্মারকলিপি প্রদান করেন দরদির সভাপতি সাকিব হোসেন।
দেবহাটাবাসীর পক্ষ থেকে দরদির প্রস্তাবনাসমূহ:
১. সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বাজেট ইতোমধ্যে বরাদ্দ হয়েছে৷ কাজটা দ্রুত শুরু করে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানোর জন্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।
২. দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্তবর্তী কোমরপুর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।
৩. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানের স্মরণে পারুলিয়া বাসস্ট্যান্ডে(শহীদ আসিফ চত্বরে) শহীদ-বেদি স্থাপন করা হয়েছে। সেটার পূর্ণাঙ্গ রূপ ও নকশা প্রণয়ন এবং স্থায়ীকরণের জন্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।
৪. দেবহাটাকে একটি আকর্ষণীয় পর্যটনবান্ধব অঞ্চলে রূপান্তর করতে বনবিবি বটতলা, রূপসী ম্যানগ্রোভ, জমিদার-বাড়িসহ দেবহাটার সীমান্তঘেষা ইছামতি নদীকেন্দ্রিক মিনি-পর্যটন-হাব তৈরি করতে, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।
উল্লেখ্য, অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টাকে দরদির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি, তাঁকে একটি হাতে-আঁকা পোর্টেট প্রদান করে সম্মানিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান ও প্রস্তাবিত দেবহাটার মিনি স্টেডিয়াম পরিদর্শনের পর, যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদ আসিফ হাসানের পরিবারের সাথে সাক্ষাতে যান। দরদির সদস্যবৃন্দ সর্বক্ষণিক উপদেষ্টার বহরের সাথে অবস্থান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]