সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া মৌজার জোর পূর্বক জমি দখল করে পাকা প্রাচীর ভেঙ্গে পানি নিস্কাশনের ক্যানেল নির্মানের চেষ্টায় বাধা দেওয়ায় জমির মালিক মাওলানা রওশন আলমকে মারধর ও হুমকি ধামকির অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ সরেজমিনে তদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১ টায় দেবহাটা এসিল্যান্ডের প্রতিনিধি কুলিয়া ভূমি কর্মকর্তা কান্তি লাল বাবু এ তদন্ত সম্পন্ন করেন। ঘটনা সূত্রে জানা যায়, দেবহাটার দক্ষিণ কুলিয়া গ্রামের মাওলানা রওশন আলম এর ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তি কুলিয়া মৌজার ৪২৮ খতিয়ানের বি আর এস এস হাল ১৮০ দাগে ২৪.৭৪ শতক জমি ভোগ দখল করে আসছিল। কিন্তু গত ০৮ ই জুন পশ্চিম কুলিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আজাফুর রহমান, মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আলাউদ্দিন, মৃত জিয়াদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুদসহ সঙ্গীয় লোকজন জোর পূর্বক রওশন আলমের জমিতে পাকা প্রাচীর ভেঙ্গে পানি নিষ্কাশনের ক্যানেল নির্মাণের চেষ্টা করে। এতে রওশন আলম বাঁধা দিলে তাকে মারধর ও জমিতে গভীর পুকুর খনন, এবং জমি জবর দখল এর ভয়ভীতি দেখায়।
এ ঘটনায় ভূক্তভোগী রওশন আলম গত ১৮ই জুন বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাস্ট্রেট কোর্টে ১৪৫ ধারার আবেদন করলে বিজ্ঞ আদালত দেবহাটা সহকারী কমিশনার ভূমিকে সরেজমিনে তদন্ত নির্দেশ দেয়। এ বিষয় তদন্ত কর্মকর্তা কান্তি লাল বাবু জানান, সরেজমিনে গিয়ে দখলদার বিষয় দেখা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]