সাতক্ষীরার দেবহাটা গাজীরহাট মৎস্য সেডে রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েক জন ব্যবসায়ীর মাছ বিনষ্ট ও জরিমানা করা হয়েছে। রবিবার (১ আগষ্ট) সকাল ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি এ অভিযান পরিচালনা করেন। এসময় গাজীরহাট মৎস্য সেডের ৩ জন ব্যবসায়ীর ৩০কেজি মাছ বিনষ্ট ও ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
অভিযানে মৎস্য ব্যবসায়ী বাবলুর ৫ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি মাছ বিনষ্ট, হাসানের ১০হাজার টাকা জরিমানা ও ১৩ কেজি মাছ বিনষ্ট এবং আল আমিনের ১৫ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি মাছ বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে। কোন ব্যবসায়ী মাছে অপদ্রব্য পুশ করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]