নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি সোমবার (২১অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। গৃহবধূ ফরিদা খাতুন (৩৫) এর ভাই আরিফ বিল্লাহ দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষরা নানাভাবে হুমকি ধামকি ভয় প্রদর্শন করছে।
গৃহবধূ ফরিদা খাতুন এর ভাই আরিফ বিল্লাহ জানান, সাতক্ষীরার সদর চরবালিথা গ্রামে অভিযুক্তরা হলেন, মো.আবু বাক্কার সরদার (২৬) মো.মোখলেছুর রহমান (বাপ্পি)(২৮) উভয় পিতা,মো.আবু মুছা সরদার, মো.আজিজুল ইসলাম (২৪), মো.মোমিনুর রহমান (৩২) উভয় পিতা,মো.ফুরকান সরদার,মো.আবু মুছা (৬০),পিতা,মৃত গফুর সরদার সর্ব সাং চরবালিথা এলাকায় লম্পট ও দুর্বৃত্ত হিসেবে পরিচিত। পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা ও তাদের সাথে থাকা অজ্ঞাত কয়েক জন বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে আমার বোনের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে বসতবাড়ি ঘর ভাঙচুর করে। তাদের বাধা প্রদান করলে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে একপর্যায়ে আমার বোন বসত বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে মাটিতে পড়ে যায় ফরিদা খাতুন। এসময় আমি ও আব্দুস সালাম ঠেকাইতে গেলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে আমাদের মারপিট করে। এসময় ফরিদা খাতুনের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ফরিদা খাতুনের মাথার ডান পাশে ও পিঠে আঘাত রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হযরত আলী ও এলাকাবাসীর সহযোগিতায় মুমূর্ষ অবস্থা আমাদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় আহত ২ জন প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছে। আহত ৩ জনের ভিতরে ফরিদা খাতুন এর অবস্থা আশঙ্কাজন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গৃহবধূর মাথায় গুরুতর জখম ও ঘাড়ে, শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তদের হামলার শিকার পরিবারটি ও এলাকাবাসীর দাবি তদন্ত-পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]