দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুনবী (সঃ) উপলক্ষ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের আয়োজনে মিশন চত্বরে বাদ মাগরিব হতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের সভাপতি সফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নলতা শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু সাঈদ (রংপুরী)।
২য় বক্তার বক্তব্য রাখেন পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহেদ, ৩য় বক্তা বন্দোকাটি সিনিয়র মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ ওবায়দুল্লাহ মান্নান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় মিশনের লিয়াজো কিমিটির সদস্য আহছানুল করিম (আবু) ও মুরশীদুল হক (দুলদুল), চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
মাহফিলে ইমানের বিভিন্ন আমল ও মহানবী (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]