দেবহাটা প্রতিনিধি: জুলাই আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন ও পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবাগত দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা।
সোমবার বিকালে উপজেলার আস্কারপুর এলাকায় শহীদ আসিফ হাসানের বাসভবনে যান নবাগত উপজেলা নির্বাহী অফিসার। পরে শহীদ আসিফের কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ইসরাইল আশেক মাকফুর, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক তরফদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হাবিবুল্লাহ বাশার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]