দেবহাটা প্রতিনিধি: শিশুর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণের লক্ষে দেবহাটার পারুলিয়ায় পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) পারুলিয়া ফুটবল মাঠে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সর অফিসার হিরু গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মইনুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরাদ হোসেন হিরা, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, সুশীলনের মনিটরিং এন্ড মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট শরিফুজ্জামান, সিডিও আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎস্না বালা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, উপকারভোগীগন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]