দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া গরুহাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। রবিবার (২১ এপ্রিল) সাপ্তাহিক হাটে সরেজমিনে তদারকি করেন তিনি। উপজেলার অন্যতম বড় হাট এটি।
এখানে গরু, ছাগল, হাঁস-মুরগি সহ বিভিন্ন পশু, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনাবেচা হয় এ হাটে। প্রতিবছর হাট টি ৮০ থেকে ৮৫ লাখ টাকা দামে ইজারা প্রদান করা হয়। দাম বেশি হওয়ায় এবছর প্রার্থী ইজারা গ্রহন করেননি।
সে কারনে উপজেলা প্রশাসনের অধিনে খাসকালেকশনে সিদ্ধান্ত মোতাবেক খাজনা উত্তোলন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে পারুলিয়া ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান এ কাজ বাস্তবায়ণ করছেন। রবিবার হাটের দিনে সার্বিক খোঁজ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় হাটে আগত ক্রেতা-বিক্রেতা, পাশ ঘরের দায়িত্বদের সাথে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা খন্দকার আশরাফ, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য আব্দুর রাকিব সহ আরো অনেকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]