দেবহাটা প্রতিনিধি: “বাড়িতে এসি না লাগিয়ে, বাড়ির আঙ্গিনায় গাছ লাগান” এই শ্লোগান কে মনে সড়কের পাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করে সাড়া ফেলেছেন “আমাদেরটিম” নামের মানবিক সংগঠন। নিয়মিত রক্তদানের পাশাপাশি উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি এলাকায় গাছ লাগিয়ে মানুষকে সচেতন করে চলেছেন তারা। আন্তর্জাতিক প্রশমন দিবসকে ঘিরে ৪র্থ ধাপে কুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বৃক্ষরোপন অভিযান পরিচালন করা হয়। উক্ত বৃক্ষরোপন অভিযানে আমাদেরটিম সংগঠনের সভাপতি এইচএম মনির হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠতা সভাপতি ও পরিচালক মনিরুল ইসলাম, উপদেষ্টা দিলিপ দাস নীল, সম্পাদক রিফায়েত হোসেন, প্রচার সম্পাদক তারেক মনোয়ার, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, সহ- সম্পাদক মোস্তাতাকিন হোসেন, টিম সম্মনয়কাররী মারুফ হোসেন সহ অনান্যরা। সংগঠনটি এ পর্যন্ত ১শ টি কদবেদ গাছ, ২শ টি নিমগাছ রোপন করেছে। তাদের এ কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]