দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসূদন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক শিরিনা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রাশিদা খাতুন, অসিত কুমার ঘোষ, সাইদুর রহমান, মাসুদ করিম, তপন হালদার, বিশ্বজিৎ সরকার, মিহির বিশ্বাস, আজগর আলী, আশরাফুল ইসলাম, আমিনা খাতুন, এবাদুল ইসলাম, সাইফুল ইসলাম, শাকিলা খাতুন, অমিত দাশ সহ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকগন উপস্থিত ছিলেন।
পরীক্ষায় ৮ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে উত্তির্ণকারী প্রথম স্থান অর্জন করে প্রকৃতি দাশ, সানিয়া আফরোজ ২য় ও শিরিনা সুলতানা ৩য় রোল অর্জন করে। এছাড়া ৯ম থেকে ১০ শ্রেণিতে মোশারফ হোসেন প্রথম, সানজিদা খাতুন ২য় ও মনিরা খাতুন ৩য় রোল অর্জন করে।
এছাড়া সরকারি বিধিমোতাবেক ৬ ও ৭ শ্রেণির শিক্ষার্থীদের রেজাল্ট অনলাইনে প্রদান করা হয়ে।
অনুষ্ঠানে ভাল ফলাফল অর্জনকারী ও সর্বচ্চ শেণিকক্ষে উপস্থিতির বিষয়ে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]