সাতক্ষীরার দেবহাটায় ইজিবাইক চালক মনিরুল হত্যার প্রকৃত আসামীদের গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
বৃহস্পতিবার সাতক্ষীরা-শ্যামনগর সড়কের গাজীরহাট নামক স্থানে মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মনিরুলের মা আলেয়া খাতুন, ভাই মামলার বাদী আমিরুল ইসলাম, বোন ছোকিনা খাতুন, রোকেয়া খাতুনসহ এলাকার গন্যমান্য সুধিসমাজের লোকজন।
এসময় প্রকৃত হত্যাকারিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় ইজিবাইক চালক মনিরুল ইসলামকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় সস্ত্রাসীরা। এসময় হত্যাকারিা মনিরুলের ইজি বাইকটি নিয়ে যায়। পরের দিন স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আমিরুল বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেন।
সৌজন্যে: পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]