দেবহাটা প্রতিনিধি: “বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন এবং ছাত্র-ছাত্রী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফেব্ররুয়ারী) মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) এর আয়োজনে, কারিগরী সহায়তায় সেন্স ইন্টারন্যাশনাল ও সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার গার্নেসি ওভারসিস এইড কমিশন (গোয়াক) এর আর্থিক সহায়তায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
বক্তব্য দেন বিদ্যালের প্রধান শিক্ষক হাছিনা রহমান, এমজেএফ ফাউন্ডেশনের ডিএফটি শাহনিমা আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াদ আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নিমাই কর্মকার, রিজিয়া খাতুন, মিনারা খাতুন, আনজুয়ারা বেগম সহ শিক্ষার্থী ও অভিভাবক মায়েরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]