দেবহাটা প্রতিনিধি : দেবহাটার ৫টি ইউনিয়নে পাঁচ দিনব্যাপী জন্ম নিবন্ধন বিষয়ক প্রচারণা করা হয়েছে। উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রোজেক্টের বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে একযোগে ৫টি ইউনিয়নে এ প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।
উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ্যাডভোকেসি বিসিসি এন্ড চাইল্ড প্রটেক্ট কো-অডিনেটর আবেদা সুলতানা, উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের প্রোজেক্ট কো-অডিনেটর আফরোজা আক্তার, মনিটরিং ও ইভ্যালুয়েশন আইরিন ষ্টিভেন, উপজেলা ম্যানেজার এমরান সহ সকল ইউনিয়ন ফ্যাসিলিটেটরগন।
প্রচারে সকল শিশুকে ৪৫ দিনে মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। নিবন্ধন নিতে ইউনিয়ন পরিষদে যাওয়ায় উদ্বুদ্ধ করা হয়। প্রচার অভিযানটি ১০ জুন থেকে ১৫ জুন উপজেলার ৫টি ইউনিয়নের সকল গ্রাম পর্যায়ে প্রচারণা চালানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]