দিপঙ্কর বিশ্বাস, দেবহাটা: দেবহাটার সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এক হোটেল ব্যবসায়ী কে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। একই সাথে মুদি ব্যবসায়ীদের খিরাই, খেজুর, তরমুজ সহ বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন পন্য গায়ে অবশ্যই দ্রব্যমূল্যে ও তারিখ দিতে হইবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে রমজানের পবিত্রতা রক্ষার বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের সুরা সদস্য জিয়াউর রহমান (জিয়া) প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]