নিজস্ব প্রতিবেদক: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ শ্লোগান কে সামনে রেখে তারুণ্য উৎসবকে কেন্দ্র করে দেবহাটার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে। ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ছিলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা, সদ্য প্রকাশিত ফলাফলে মেডিকেলে চান্স পাওয়া ৪ জন মেধাবী শিক্ষার্থীদের সংর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জির সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো. হযরত আলী, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আকবর আলী, শিক্ষক পর্ষদ সম্পাদক মো. মনিরুল ইসলাম, আয়োজক কমিটির আহবায়ক মো. শাহানুর রহমান, যুগ্ম-আহবায়ক মো. মনিরুজ্জামান (মহসিন), প্রধান সমন্বয়কারী মো. সামছুল হুদা কবির খোকন, সমন্বয়কারী ও অনুষ্ঠানের উপস্থাপক মো. আবু তালেব, উপ-কমিটির কর্মকর্তাবৃন্দ, বিচারকবৃন্দ সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]