দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারি খালে অবৈধ নেট পাটা অপসারণের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। সোমবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পারুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শর্মিষ্ঠাকে সাথে নিয়ে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান পরিচালনা করেন। এসময় একাধিক নেট পাটা অপসারণ করেন এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করেন নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। অভিযান কালে তিনি জানান, বর্তমানে কিছু অসাধু লোক সরকারী খালে অবৈধভাবে নেট পাটা দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে সেই সাথে জনসাধারণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এধরণের অপরাধের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]