দেবহাটায় ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা অফিস চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আব্দুল লতিফ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমী রহমান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উন্নয়ন মেলাটি শনিবার শুরু হয়ে রবিবার বিকালে শেষ হবে।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রায় ১২টি স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরা হয়।
সমাপনি অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]