দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সরকারি দেবহাটা পাইলট হাইস্কুলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, দেবহাটা সহকারী কমিশনার ভুমি এস.এম তারেক সুলতান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।
নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এছাড়া নির্বাচনকে ঘিরে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সহ আইন শৃংঙ্খলা বাহিনী মাঠে কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]