২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. আব্দুল লতিফ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তীতু মির, প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা অফিসার মো. শাহজাহান, প্রকল্প বাস্তবায়ণ অফিসার শফিউল বাশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।
এছাড়া সন্ধ্যা ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল ও উপজেলা মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
শহীদদের স্মরণে দেবহাটা প্রেসক্লাবের মোমবাতি প্রজ্জলন
২৫মার্চ কালো রাতের শহীদদের স্মরণে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা মোমবাতি প্রজ্জলন করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন করে শহীদদের স্মরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জলনে অংশ নেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, কার্যনির্বাহী সদস্য এম,এ মামুন, এসএম নাসির উদ্দীন, সাংবাদিক উত্তম কুমার সহ কর্মরত সাংবাদিকরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]