সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাসখামার এলাকা থেকে দু’শো বোতল ফেনসিডিল সহ আন্ত:জেলা মাদক চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) ভোররাতে দেবহাটর খাসখামার এলাকায় শফিকুল ইসলামের পুকুর পাড়ের বাঁশ বাগানে ডিবি পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে এসআই মোস্তফা আলম, এএসআই মাজেদুর, এএসআই ইনামুল সহ আশিক, মিরাজ ও বাবুল অভিযান পরিচালনা করে। এসময় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা দু’শো বোতল ফেনসিডিল সহ মোক্তার আলি ওরফে বড়মোস্ত নামের এক চিহ্নিত প্রভাবশালী মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত মোক্তার আলি ওরফে বড়মোস্ত ওই এলাকার মেহের আলির ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, 'মোক্তার আলি ওরফে বড়মোস্ত জেলার শীর্ষ মাদক চোরাকারবারি। সে বহুদিন যাবত আত্নগোপনে থেকে সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করতো। তার নামে ১০ টিরও বেশি মামলা রয়েছে।'
আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার সাথে থাকা আরো পাঁচজন কে আসামি করে মাদকের মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]