সাতক্ষীরার দেবহাটায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে নারীদের আয়বৃদ্ধি মূলক কর্মসূচি প্রকল্পের সুবিধাভোগীদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই সম্পন্ন হয়।
প্রার্থীরা অনলাইন নিবন্ধন পরবর্তী স্ব-শরীরে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষায় অংশ নেয়।
উপজেলার মোট ১২৫জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছায় শেষে ২ ব্যাচে মোট ৫০জন উপকারভোগী চূড়ান্ত করা হয়।
মৌখিক পরীক্ষা গ্রহন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী দিপুয়ার রহমান, ট্রেনার বিলকিস পারভীন, শাহানার পারভীন।
উল্লেখ্য যে, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধন মূলক কর্মসূচির আওতায় দর্জি বিজ্ঞানে ২৫জন ও ব্লকবাটিক বিষয়ে ২৫জনকে ৩মাস মেয়াদী হাতে কলমে প্রশিক্ষণ গ্রহন করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]