দেবহাটায় নারী দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও করোনা কালে নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় অবদান রাখায় সম্মান প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, একাডেমি শিক্ষা অফিসার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নারী কন্ঠের নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন, প্রাইড প্রকল্পের মুজিবর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দেরা।
অনুষ্ঠানে ৭জন শ্রেষ্ট নারী সখিপুরের আশার আলোর ফাতেমা খাতুন, কুলিয়ার ইউপি সদস্য ফাতেমা খাতুন, পারুলিয়ার ইউপি সদস্য নুর বানু আল কাদেরী, দেবহাটা সদরের নারী সমাজকর্মী সুফিয়া খাতুন, ওয়াল্ড ভিশন বাংলাদেশের ফুলি সরকার, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার তাহমিনা খাতুন, নওয়াপাড়ার নারী উদ্যোক্তা সুফিয়া খাতুন কে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া নারী উদ্যোক্তা সুফিয়া খাতুন কে নগদ ৫ হাজার টাকা উপহার দেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]