দেবহাটায় পাওনা টাকা ফেরত চাইতে যাওয়ায় সাংবাদিক নাসির উদ্দীনের স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে।
আহত সাংবাদিকের স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনরা জানান, সাংবাদিক নাসির উদ্দীনের প্রতিবেশী সখিপুরের মৃত রাজাউল্লাহ সরদারের ছেলে শহিদুল ইসলাম গত বছরের ২২ সেপ্টেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে নাসির উদ্দীনের পরিবারের কাছ থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে ৬০ হাজার টাকা এবং পরবর্তীতে আরো ৩৫ হাজার টাকা গ্রহন করে। কিন্তু টাকা নেয়ার পরও জমি লিখে না দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করতে থাকে শহিদুল।
শনিবার দুপুর দেড়টার দিকে নাসির উদ্দীনের স্ত্রী রেহানা পারভীন ওই পাওনা টাকা ফেরত চাইতে শহিদুলের বাড়ীতে যায়। এসময় পাওনা টাকা ফেরত না দিয়ে শহিদুল ও তার স্ত্রী শিরিনা আক্তার উল্টো সাংবাদিক পতœীর ওপর হামলা চালায়।
একপর্যায়ে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহত রেহানা পারভীনের স্বামী সাংবাদিক নাসির উদ্দীন বাদী হয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রী শিরিনা আক্তারের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, সাংবাদিক পতœীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য দেবহাটা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত পরবর্তী জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]