বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
রবিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার টাউন শ্রীপুর শরচ্চন্দ্র হাইস্কুলে দেবহাটা ইউনিয়ন পিস ক্লাবের সদস্যদের জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণটি শেষ হয়।
প্রশিক্ষণটির সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাইকো সোস্যাল সাপোর্ট গ্রুপের সভাপতি আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক উত্তম কুমার রায়, সাংবাদিক মীর খায়রুল আলম প্রমুখ।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সোহেল মাহমুদ, সাজেদা খাতুন ও রুপান্তরের প্রতিনিধি তহিদুজ্জামান তহিদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]