সাতক্ষীরার মধ্যে সর্বপ্রথম দেবহাটা থানায় ব্যতিক্রমী উদ্যোগে এক পুলিশ কনস্টেবলকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদায় সংবর্ধিত পুলিশ সদস্য আসাদুর রহমানকে দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার বিকালে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা শেষে সুসজ্জিত সরকারি গাড়িতে করে তাকে তার নিজ বাড়ি কালীগঞ্জে পৌঁছে দেওয়া হয়।
বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দেবহাটা থানায় অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দেবহাটা থানার এসআই মিজানুর রহমান, হাসিনা খাতুন, এএসআই শামীম হোসেন, পুলিশ সদস্য পারভেজ কবির, ববি আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এস এম নাসির উদ্দীন, এসআই আবু হানিফ, নিখিল কুমার, আসিফ মাহমুদ, পিএসআই সাইফুল ইসলাম, এএসআই পূর্ণ হরিশ চন্দ্র, মোজাম্মেল হক, রশীদুল ইসলাম, সোহেল রানা সহ সকল সদস্যরা।
উল্লেখ যে, আসাদুর রহমান ১৯৮৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ৩৫ বছরে কর্মজীবনে ৭৭ বার পুরস্কৃত হন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা থানার চৌকস সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]