সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সম্পর্কে তারা পিতা-পুত্র।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিতা আনোয়ার হোসেন (৫৩) ও পুত্র আইয়ুব হোসেন (২৫)। তারা সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হুমায়ুন কবির, এএসআই রশিদুল আলম, সোহেল হোসেন, তরিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের মৎস্য ঘেরের পাশে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]