দেবহাটায় বোরো মৌসুমের ধান ক্রয়ের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে পারুলিয়া খাদ্যগুদামে প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরকারীভাবে বোরো মৌসুমের ধান ক্রয়ের উদ্বোধন করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রবি লিটু, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান, খাদ্যগুদাম কর্মকর্তা দেবপ্রসাদ দাস, প্রান্তিক কৃষক বৃন্দ।
বোরো মৌসুমে সরকার কৃষকের কাছ থেকে ৮৫৮ মেট্রিক টন ধান এবং ৪৪৫ মেট্রিক টন চাল ক্রয় করবে বলে জানান খাদ্য গুদাম কর্মকর্তা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]