সাতক্ষীরার দেবহাটায় ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম লুৎফর রহমান সরদারের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার সখিপুর লাবণ্য কমিউনিটি সেন্টারে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি ও ভাষা সৈনিক লুৎফর রহমানের ছেলে আবু রায়হান তিতু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন, জেলার সেরা করদাতা আশিকুর রহমান আশিক, শিক্ষক আব্দুল আজিজ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তারা, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা সংগঠক লুৎফর রহমানের সংগ্রামী জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সাথে স্মৃতি সংসদ গড়ে তোলার দাবি জানান বক্তারা।
এছাড়া লুৎফর রহমানের স্মৃতি সংরক্ষণে জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে ১ লাখ টাকার সহযোগিতা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]