দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও দূর্গা পূজা উদযাপন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিমসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন প্রমুখ।
অন্যদিকে আসন্ন দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিতের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সম্পাদক নির্মল কুমার মন্ডল সহ ২১টি পুজা মন্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]