দেবহাটায় মুজিববর্ষের ঘর পাওয়ার দাবিতে এক ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বিকাল ৪ টায় দেবহাটা উপজেলার খলিশাখালী গ্রামের চরপাড়ায় ভূমিহীন নেতা রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিহাব উদ্দিন, মাষ্টার সুমন, ফারুক হোসেন সোহাগ, মিউজিক একাডেমীর সভাপতি অমিত হালদার।
এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী সাহেদা আক্তার ময়না, রোস্তম আলী সরদার, রজব আলী মোড়ল, আরিফুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যাদের ঘর নাই সেই সকল হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের মাথা গোঁজ ঠাঁই করে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছিল। ওই প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় কয়েক হাজার ভূমিহীন পরিবার ঘর পেয়েছে। অথচ এখনও কোনো ঘর পায়নি দেবহাটা উপজেলার খলিশাখালী গ্রামের চরপাড়ায় দীর্ঘদিন ধরে মফিজুল ইসলাম, বারিক, অহেদ গাজী, শাহিন সরদার, সাহেব আলী, কামরুল ইসলাম ও তরিকুল ইসলামসহ অনেক হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যরা। ওই দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে মুজিববর্ষের ঘর দেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
এছাড়াও ঐ পাড়ার মানুষ বছরের পর বছর সুপেয় পানির সমস্যায় জর্জরিত, স্যানিটেশন ব্যবস্থা নাজুক, ওই এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি বৃহৎ প্রকল্প হাতের নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]