‘আমার মাস্ক, আমার সুরক্ষা’- উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৫ জনকে এবং ভোক্তা অধিকার আইনে এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তার।
একই সাথে মানুষকে মাস্ক পরিয়েও সচেতন করেন তিনি।
বুধবার উপজেলার গাজীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ জনকে মাস্ক না পরায় ১৪ শত টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার আইনে বর্ষা মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও তাছলিমা আক্তার।
অভিযান পরিচালনাকালে দেবহাটা থানার এএসআই মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পেশকার আত্তাব উদ্দীন, অফিস সহকারী আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]