দেবহাটায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেবহাটা ব্লাকের সুশীলগার্থী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতু মির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, ইউপি সদস্য আজগর আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজান আলী, উপ-সহকারী কৃষি অফিসার আফজাল হোসেন, স্থানীয় চাষিরা। সমগ্র অনুুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ। এসময় সাধারণ সরিষা ও উন্নত জাতের সরিষার গুনগত মান ও ফলন সহ বিভিন্ন বিষয়য়ে আলোচনা করা হয়।
সাতক্ষীরার শাখরা ক্যাম্পে ভারতীয় গরু আটক
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার শাখরা বিজিবি ক্যাম্পে অবৈধ পথে আসা ৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। শাখরা ক্যাম্পের হাবিলদার নজরুল ইসলাম জানান, তিনিসহ হাবিলদার ফারুক হোসেন ও দেলোয়ার হোসেন সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে সীমান্তের ৪শত গজের মধ্যে থেকে ৬টি এবং স্থানীয় লালটুর বাড়ি থেকে আরো ১টি গরু আটক করা হয়েছে। আটককৃত গরু ৩৩ বর্ডার গার্ড ব্যাটেলিয়নে জমা দেওয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]