দেবহাটায় দুই হাজার একশত স্পন্সরড শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুন্দরবন এরিয়া ক্লাস্টার জোন-২ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে বিদেশীদের সহায়তা ও স্পন্সরশীপে বেড়ে ওঠা এসকল শিশুদের করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য এসব হাইজিন কিট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম অফিসার ফুলি সরকার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের স্পন্সরশীপ অফিসার হিরো গাইন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে পরিচালিত এই স্পন্সরশীপ প্রকল্পের দ্বারা আমেরিকার স্থায়ী নাগরিকদের আর্থিক সহায়তায় দেবহাটা উপজেলার দুই হাজার একশত দরিদ্র পরিবারের শিশু স্বচ্ছলতা ও সুন্দরভাবে বেড়ে উঠছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]